বিমানে নারীর পাশে ওবায়দুল কাদের, ছবি ভাইরাল
নিউজ ডেস্ক।। জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার আগরতলা হয়ে দিল্লিতে গেছেন। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন তিনি।
তবে ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা কোথায় গেছেন, তা এখনো জানা যায়নি। এরই মধ্যে বিমানে থাকা ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের। তার বামপাশের সিটে দেখা যায় এক নারীকে। ওই ফ্লাইটে আরও অনেক যাত্রী ছিলেন।
তবে ওই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কি না, তা নিশ্চত হওয়া যায়নি। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, আজ সকালে দেশ ছাড়েন ওবায়দুল কাদের।