বাংলাদেশের বিক্ষোভ নিয়ে দিল্লির নীরবতার কারণ কী?
বিবিসি বাংলা: বাংলাদেশের গত কয়েকদিনে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে দিল্লির নীরবতা অভূতপূর্ব নয় বলে বলছেন ভারতের বিশ্লেষকেরা।
প্রথমত, ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এমন দেশের রাজনৈতিক সংকট কিংবা স্পর্শকাতর অভ্যন্তরীন বিষয়ে মন্তব্য করা থেকে সাধারণত বিরত থাকে ভারত।
সেইসাথে, অস্থির সময়ে বাংলাদেশে ভারতে নাগরিক এবং তাদের স্বার্থ রক্ষার বিষয়টিতে জোর দিচ্ছে দেশটি।
তাছাড়া বিশ্লেষকেরা বলছেন, এরকম সময়ে ভারত-বিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বিশেষ করে সরকারের সমালোচকেরা যারা দিল্লির সাথে বাংলাদেশের ঘনিষ্টতার বিষয়টি বরাবরই বিরোধিতা করে আসছে।
যে কারণে, যখন বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং বিরোধিতা ক্রমেই বাড়ছে, তখন ভারতের কর্মকর্তারা এমন কোন পদক্ষেপ নিচ্ছেন না, যাতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের বিষয়টি আরো দৃশ্যমান হয়ে ওঠে।