365592

গণভবনে ঢুকে পড়েছেন হাজারও মানুষ

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছেন। গত কয়েক দিনের অব্যাহত গণআন্দোলনের প্রেক্ষাপটে আজ দুপুরে গণভবনে ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। এরপর হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে পড়েন। তাদেরকে গণভবনের ভেতর উল্লাস করতে দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাজ বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

গতকাল রোববার বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় শতাধিক নিহত হন। এ প্রেক্ষাপটে আজ সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। রোববারের পরিস্থিতির কারণে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করা হয়।

আন্দোলনের বিভিন্ন জায়গার জমায়েতের স্থানগুলোতে সেনা মোতায়েন হয়। আশা করা হয়েছিল, এর মধ্য দিয়ে কারফিউকালে আন্দোলনকারীরা আর মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে এগোবেন না। কিন্তু সোমবার পূর্ব নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের জমায়েত বাড়তে থাকে। এক পর্যায়ে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন।

কোটার সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশে সহিংসতা শুরু হয়। এ সহিংসতায় এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

 

ad

পাঠকের মতামত