365656

গণভবনের সাইনবোর্ড প্রধানমন্ত্রীর ব্যবহৃত শাড়িও নিয়ে গেল

নিউজ ডেস্ক।। শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীসহ হাজার হাজার সাধারণ জনগণ। গণভবনে ঢুকে যে যার যার মতো করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত সকল সম্পদ নিজের মতো করে নিয়ে যান।

কারো কারো হাতে দেখা যায়, গণভবনের সাইনবোর্ড, মাছ, মুরগি, কবুতর, প্রধানমন্ত্রীর ব্যবহৃত শাড়িসহ ছোটবড় বেশ কিছু পোশাক নিয়ে নেয় আন্দোলনকারীরা।

একটি ছবিতে দেখা যায় সংসদে প্রবেশ করে সংসদ সদস্যদের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বিড়ি খাচ্ছেন একজন। অনেকে সেলফি তুলছেন।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ও তার ভবনে বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য সোমবার দুপুরের জন্য যে খাবার তৈরি করা হয়েছিল, সেই খাবার খেয়ে সাফা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী গণভবনে রান্না করা বিরানি ও গোশত খেয়ে ফেলছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শখের বসেই তার বাসভবনে হাঁস-মুরগি-কবুতর মাছসহ বিভিন্ন পশুপাখি লালন পালন করতেন। সেগুলো যে যার যার মতো করে নিয়ে নেন।

সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সেই সুযোগ পাননি। উৎস: যুগান্তর।

 

ad

পাঠকের মতামত