365562

অনির্দিষ্টকালের কার‌ফি‌উ‌য়ে ঢাকায় সকালের পরিস্থিতি কেমন

নিউজ ডেস্ক।। বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোলন ঘি‌রে সারা‌ দে‌শে অনির্দিষ্টকালের কার‌ফিউ‌ চল‌ছে। একইস‌ঙ্গে তিনদিনের সাধারণ ছু‌টি ঘোষণা ক‌রে‌ছে সরকার। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থে‌কে চলমান কার‌ফিউ‌য়ে আজ সোমবার সকা‌লে রাজধানীর সড়‌ক একেবারে ফাঁকা দেখা গে‌ছে।

এদিন সকাল সা‌ড়ে ৭ টার দি‌কে মোহাম্মদপুর, আসাদ‌গেট, সোবাহানবাগ, খামারবা‌ড়ি, ফার্ম‌গেট, কাওরান বাজার ও সার্ক‌ ফোয়‌ারা ঘু‌রে এমন চিত্র দেখা গে‌ছে। মানুষের ভেতর অনেকটা উৎকণ্ঠা ও থমথমে অবস্থা বিরাজ করছে। মূল সড়কে মানুষের চলাচল খুবই কম। ত‌বে প‌শ্চিম রাজাবাজারে ভেত‌রের গ‌লি‌তে কিছু মানু‌ষের চলাচল দেখা গে‌ছে। এছাড়া অন্যান্য এলাকায় মূল সড়ক বাদে গলির ভেতরে মানুষের চলাচল রয়েছে।

রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের দেখা মে‌লে‌নি। দু-একটা সিএন‌জি চলাচল কর‌তে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে রিকসার উপস্থিতি রয়েছে। অনেকে জরুরি কাজে বের হয়েছেন। তারা সিএনজি ও রিকসায় তাদের গন্তব্যে যাচ্ছেন।

সকাল সাড়ে ৭ টার দি‌কে মোহাম্মদপুর টাউনহল থে‌কে আসা‌দগেট পর্যন্ত রাস্তা একেবা‌রেই ফাঁকা।

আসাদ‌গে‌টে প‌ত্রিকা কিন‌ছি‌লেন এক ব্যক্তি। তি‌নি ব‌লেন, ‘আমি হাসপাতা‌লে যা‌বো কিন্তু রিকসা বা সিএন‌জি কিছুই পা‌চ্ছি না।’

আসাদগেট থেকে আড়ং মোড় পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আড়ং মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ বন্ধ রাখা হয়েছে। সেখানে বিজিবি ও সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি রয়েছে। আড়ং মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যেতে চাওয়া ব্যক্তিদের সোবাহানবাগের দিক দিয়ে ঘুরে যেতে বলা হচ্ছে।

খামারবাড়িতে সেনাবাহিনী সদস্যদের টহল রয়েছে। কারফিউয়ের মধ্যেও বের হয়েছেন রিকসাচালক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘বাধ্য হয়ে বের হয়েছি। না হলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

তবে ফার্মগেটে কিছু মানুষের চলাচল দেখা গেলো। সেখানে দু’টো লেগুনার দেখা মিললো। তারা যাত্রী খুঁজছেন। কিছুক্ষণ পরে যাত্রী নিয়ে শাহবাগের দিকে চলে গেলো।

কাওরান বাজারে কাজ করেন আবু জাফর। তিনি বলেন, ‘কারফিউয়ের কারণে সারা দেশ থেকে সবজি কম এসেছে। এজন্য আজ সবজির দাম বেড়ে গেছে।’

উল্লেখ্য, বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে গতকাল রোববার সারা দেশে ১৪ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। এদিকে আজ সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা করেছে বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোলন। উৎস: মানবজমিন।

 

ad

পাঠকের মতামত