365372

পদত্যাগ প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ অবস্থায় প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ আগস্ট) আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি পরিস্থিতি তৈরি হয়, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, তাহলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত রয়েছি।’

তার দাবি, যেহেতু শিক্ষার্থীদের সব দাবি পূরণ হয়েছে, তাদের এই অসহযোগ আন্দোলনের দাবি তুলে নেয়া উচিত। তার মতে, দেশবিরোধী বিএনপি ও জামায়াতের ফাঁদে পা দিয়ে আন্দোলনকারীরা এখন আন্দোলনকে অন্য জায়াগায় নিয়ে যাচ্ছেন।

এ অবস্থায় আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজাি আন্দোলনকারীদের জন্য খোলা রয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীরা আলোচনা করতে পারেন। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত