আন্দোলনকারী-পুলিশ সং.ঘর্ষ, শ্রীপুরে ১ জনের মৃ.ত্যু
নিউজ ডেস্ক।। গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ডাকে চলা বিক্ষোভের সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
তিনি লেপ-তোষকের ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঠিক কিভাবে তার মৃ.ত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সুপার কাজী শফিকুল আলম একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের গুলিতে বা কোন ধরনের অ্যাকশনে কেউ মারা যায়নি, ওই ব্যক্তি কিভাবে মারা গেছেন সেটা তিনি নিশ্চিত হতে পারেননি।
শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের জেরে উত্তেজিত শিক্ষার্থীরা তিনটি পুলিশ বক্স ও পুলিশের পাঁচটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নিহত ব্যক্তি মাথায় আঘাত পেয়েছিলেন। তার বাড়ি সাতক্ষীরায়।
স্থানীয়রা জানান, শ্রীপুর বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়।