365195

বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেলেন

নিউজ ডেস্ক।। রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় এসব শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী মো. সাইদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ, সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান রয়েছে।

এদিকে আজ রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল হয়েছে। জুমার নামাজের পর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন। কোথাও কোথাও জুমার নামাজের আগেই মিছিল বের করেন আন্দোলনকারীরা।

 

ad

পাঠকের মতামত