365081

লন্ডনে গুজব ঘিরে মসজিদের সামনে ব্যাপক সং.ঘর্ষ

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাজ্যে গুজবকে কেন্দ্র করে সাউথপোর্টে এলাকায় একটি মসজিদের সামনে ব্যাপক সংঘর্ষ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত রবিবার যুক্তরাজ্য়ের উত্তরে সাউথপোর্টে একটি নাচের ক্লাসে ছুরি নিয়ে ঢুকে পড়েছিল এক বালক। তার আক্রমণে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্য়ু হয়। পরে আরও এক শিশু হাসপাতালে মারা যায়। এখনো আটটি শিশু হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে লড়াই করছে। আহত হয়েছেন দুই নারীও।

আক্রমণকারীকিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এরপরেই মঙ্গলবার সেখানে সহিংসতার ঘটনা শুরু হয়। স্থানীয় মসজিদের সামনে মানুষ জড়ো হতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ছড়িয়ে পড়ে যে আটক ১৭ বছরের ওই কিশোর একজন মুসলিম শরণার্থী। নৌকায় করে কিছুদিন আগেই সে যুক্তরাজ্য়ে যায়।

এরপর মসজিদ ঘিরে রাখে পুলিশ। হামলাকারীরা ইট পাথরও নিক্ষেপ করে। পুলিশও পাল্টা আক্রমণ করে। ঘটনায় অন্তত ২২ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

বিকেলে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। যুক্তরাজ্য়ের স্বরাষ্ট্রসচিব সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সাউথপোর্টের অধিকাংশ মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত নন। তারা ঘটনাস্থলে শোকজ্ঞাপন করেছেন।

 

ad

পাঠকের মতামত