নেপালে প্লেন বিধ্বস্ত, ১৮ আরোহী নি.হত
ডেস্ক রিপোর্ট।। নেপালে একটি ছোট প্লেন বিধ্বস্তের ঘটনায় ১৯ জন আরোহীর মধ্যে ১৮ জনই নিহত হয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয় যে, রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নের সময় প্লেনটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) এই দুর্ঘটনা ঘটে। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুরিয়া এয়ারলাইন্সের একটি প্লেন উড্ডয়নের সময়ই বিধ্বস্ত হয়েছে।
টিআইএর মুখপাত্র সুবাশ ঝা এক বিবৃতিতে জানিয়েছেন, পোখারাগামী ওই ফ্লাইটটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে। প্লেনটিতে বেশ কয়েকজন ক্রু সদস্যসহ মোট ১৯ জন আরোহী ছিল। ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ এবং উদ্ধারকর্মীরা।