364463

ড. ইউনূস রাষ্ট্রদ্রোহ কাজ করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক।।পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ঢাকায় যেসব স্থাপনা দুর্বৃত্তরা ধ্বংস করেছে বিদেশি কূটনীতিকদের তা দেখানো হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ড. ইউনূস বিবৃতি দিয়েছেন, অথচ রাষ্ট্রের ওপর হামলার নিন্দা জানাননি। তিনি বরং আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যাওয়ার কথা বলেছেন। তার এ আহ্বান দুঃখজনক ও নিন্দাজনক।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের এ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতেও পারে। কারণ বিএনপি- জামাতের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক রয়েছে। একজন পুলিশকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করে তালেবান স্টাইলে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসব কাজ বিএনপি-জামাত জঙ্গিগোষ্ঠীর কাজ।

ad

পাঠকের মতামত