364230

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক

নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে আ.টক করা হয়েছে বলে জানা যাচ্ছে।খবর বিবিসি বাংলা

এই আন্দোলনের একজন সমন্বয়ক শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিবিসিকে এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার মধ্যরাতে আটক হয়েছে। বাকি সমন্বয়কদের মাঝে কাউকে গ্রে.ফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে তিনি এখনও নিশ্চিত না বলে জানিয়েছেন।

নাহিদ ইসলামকে যখন আ.টকের তথ্য জানা যাচ্ছে, অনেকটা কাছাকাছি সময়ে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্দোলনের দুইজন সমন্বয়কের সাথে সরকারের একটি বৈঠক হয়। সেই বৈঠকে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন না।

তার আগে মি. ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, ছাত্র হ.ত্যার বিচার না হলে আলোচনার পথ খোলা নেই এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত