অপু বিশ্বাস, বুবলী এরপর কে !
বিনোদন ডেক্সঃ
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর সন্তান। আজ শুক্রবার শাকিব খান ও বুবলী তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে বিস্তারিত তুলে ধরেন। ছেলের নাম শেহজাদ খান বীর, বয়স আড়াই বছর।
২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা বুবলী। তার সন্তানের বাবা শাকিব খান। এতদিন বিষয়টি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেননি।
বুললী তার ফেবসুক পোষ্টে লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান,আমাদের ছোট্ট রাজপুত্র।
আমার সন্তান আমার গর্ব,আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
অপু বিশ্বাস, বুবলী এরপর কে আসবে শাকিব খাঁন এর জীবনে এখন জনমনে এটাই প্রস্ন।