363589

মসজিদের দানবাক্সে ৩ কোটি ৮৯ লাখ টাকা ও স্বর্ণালংকার

কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে ৩ মাস পর মিলেছে ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা। যা দান সিন্দুকে পাওয়া এ যাবৎকালের সর্বোচ্চ দানের টাকা।

আরো মিলেছে বৈদেশিক মুদ্রা পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত ও দিনারসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার।

শনিবার (১ অক্টোবর) সকালে আটটি দান সিন্দুকগুলো খুলে টাকা গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানা যায়।

এর আগে এ বছরের ২ জুলাই সর্বশেষ দান সিন্দুক খোলার পর ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার টাকা পাওয়া গিয়েছিল।

 

 

সকালে জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসনের কর্মকর্তা ও মসজিদ কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে আটটি দান সিন্দুক খোলা টাকাগুলো ১৫টি বড় বস্তায় ভরা হয়। এরপর চলে সারাদিনব্যাপী গণনার কাজ। ব্যাংক কর্মকর্তা, কর্মচারী, মসজিদের এতিমখানার ছাত্র ও মাদ্রাসা মসজিদের দুই শতাধিক লোক গণণার কাজে অংশ নেন।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা জানান, পাগলা মসজিদের বিপুল পরিমাণের টাকা পাগলা মসজিদ এবং এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যায় নির্বাহ করাসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ad

পাঠকের মতামত