363470

রাহুল গান্ধী আটক

ডেস্ক রিপোর্ট।। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জিএসটিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির কেন্দ্রস্থলে আয়োজিত বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল। বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন তিনি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ কংগ্রেসের সভাস্থল ঘিরে রাখে। প্রায় ৩০ মিনিট পর রাহুলকে আটক করেন পুলিশ সদস্যরা। আটকের পর তাকে বাসে তুলে নেওয়া হয়।

তবে আটকের আগে রাহুল বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র। এই রাষ্ট্রের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

এদিকে, রাহুলকে যখন আটক করা হয় তখন শহরের আরেক অংশে তার মা এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও ইডি অফিসে অবস্থান করছেন। যদিও বিক্ষোভে যোগ দেওয়ার আগে আজ সকালের দিকে সেখানে গিয়েছিলেন রাহুল।

 

ad

পাঠকের মতামত