363393

মাসের পর মাস নিজের মেয়েকে ধর্ষণ: ৯৯৯-এ ফোনকলে বাবা গ্রেপ্তার, ঘটনাটি…

নিউজ ডেস্ক।। মাসের পর মাস নিজের মেয়েকেই ধ’র্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বি’রুদ্ধে। লজ্জা-ভয়ে ঘটনাটি কাউকে জানাতে পারছিলেন না ভুক্তভোগী। বাবার পাশবিক যৌ’ন নি’র্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানিয়ে আ’ইনি সহায়তা কামনা করেন ভুক্তভোগী।

ফোন পেয়ে ৯৯৯ স্থানীয় পু’লিশকে বিষয়টি জানায়। পরে সংশ্লিষ্ট থানা পুলিশের দল গিয়ে অ’ভিযুক্ত বাবাকে গ্রে’প্তার করে।

রোববার ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, গাজীপুরের পূবাইলের কলেজগেট থেকে শনিবার সকালে ১৯ বছর বয়সী এক তরুণী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, গত কয়েকমাস ধরে তার বাবা তাকে ধর্ষণ করছেন। লজ্জায় ও ভয়ে কাউকে বিষয়টি জানাতে পারেননি। এরই মধ্যে ১৫ জুলাই আবারো তিনি ধ’র্ষণের শি’কার হন। তাকে উদ্ধার ও আইনি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অনুরোধ জানান।

ঘটনা জানার পর ৯৯৯ এর কলটেকার তাৎক্ষণিক পূবাইল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। কল পাওয়ার পর পূবাইল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং মেয়ের অ’ভিযোগের প্রেক্ষিতে ‘ধ’র্ষণের অ’ভিযোগে পোশাক শ্রমিক আবদুল হাকিমকে (৪০) গ্রে’প্তার করে। এ ঘটনায় মা’মলা হয়েছে।

 

ad

পাঠকের মতামত