প্রবাসী আল-আমিনের ফেরা হলো না সৌদিতে
নিউজ ডেস্ক।। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আল-আমিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সৌদি প্রবাসী ছিলেন, আজ (বৃহস্পতিবার) তার ফ্লাইট ছিল।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
নিহতের চাচাতো বোন নীলুফা ইয়াসমিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্যমনষ্ক থাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা খান আল-আমিন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন।
তিনি বলেন, আল-আমিন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার আলালপুর গ্রামের নুরুল হক মোল্লার সন্তান। তিনি সৌদি প্রবাসী ছিলেন, আজ তার ফ্লাইট ছিল। আমার ভাইয়ের আর সৌদি যাওয়া হলো না বলেই কান্নায় ভেঙে পড়েন নিহতের চাচাতো বোন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।