362796

সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক।। রাজধানীর বেশকিছু এলাকায় আগামীকাল সোমবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের অধীন পাগলা ওয়াসা গেট চেইনজে তিতাস গ্যাস বিতরণ লাইনের প্রতিস্থাপন কাজ চলবে। এ জন্য সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুরাদপুর, শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, পোস্তগোলা ক্যান্টনমেন্ট এবং ফরিদাবাদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

ad

পাঠকের মতামত