৫ ঘণ্টা পর র্যাব সদরদপ্তর থেকে বের হলেন ইমন
নিজস্ব প্রতিবেদক; সদ্য পদত্যাগ করা সমালোচিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হওয়া নিয়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নায়ক ইমনকে ছেড়ে দিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১ টা ১৫ মিনিটে ইমন র্যাব সদরদপ্তর থেকে বের হয়েছে। তবে ইমনের কাছ থেকে কী তথ্য পাওয়া গেছে এ বিষয়ে কিছু জানাননি।
এর আগে গত সোমবার রাতে একই বিষয়ে ডিবি কার্যালয়ে দুই ঘণ্টা ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ মঙ্গলবার সকালে বলেন, ‘অভিনেতা ইমন রাতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি তার ছবি ব্যাপারে কথা বলতে এসেছিলেন। চা খেয়ে চলে গেছেন।’ সাম্প্রতিক ঘটনায় নিজের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন কি না- এ ব্যাপারে জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, ‘সার্বিক বিষয় নিয়েই কথা হয়েছে।’