362510

ডা. মুরাদের সঙ্গে ফোনালাপ ফাঁস, মুখ খুললেন চিত্রনায়িকা মাহি (ভিডিও)

বিনোদন ডেস্ক।। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপের একটি রেকর্ড ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। এবার বিষয়টি মুখ খুললেন অভিনেত্রী মাহি। গতকাল সোমবার রাত ৯টা ৩১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমার কোনো দোষ ছিল না, আমি শুধু পরিস্থিতির শিকার।’

ভিডিওর শুরুতে সালাম দিয়ে মাহি বলেন, ‘আমি এখন হারাম শরীফে আছি, মক্কাতে। সবাই নিশ্চয়ই জানেন আমি ওমরাতে এসেছি। সেজন্যই কোনো ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি ফোন হাতে রাখছি না, ইবাদত করতে এসেছি ইবাদত করতে চাই। আমি যে কথা বলার জন্য ভিডিও করছি, আমি সেদিনও ভীষণভাবে বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণভাবে বিব্রত এবং একবার আমি ছোট হয়েছি দেশবাসীর কাছে, আরও একবার ছোট হলাম। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবেন এই ভাষার প্রতিউত্তর আমার আসলে কী দেওয়া উচিত ছিল আদৌ কিছু বলার ভাষা সেদিন আমার ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমার নিজের মতো করে যতটুকু পাশ কাটিয়ে যাওয়া উচিত ততটুকু পাশ কাটিয়ে গিয়েছি। ঠিক দুই বছর আগের একটা ঘটনা ছিল। আমি বরাবরের মতো সব সময় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি কোনো না কোনো একদিন তার রেজাল্ট তিনি পাবেন, তিনি ঠিকই তা পেয়েছেন। তো সেটা প্রমাণিত, আলহামদুলিল্লাহ।’

সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সাংবাদিক ভাইদের সরি, আমি সবার ফোন রিসিভ করছি না। এ বিষয়টা নিয়ে এখানে কিছু বলার মতো মানসিকতা আমার আপাতত নেই। আপনারা আমার হয়ে আমার জায়গা থেকে চিন্তা করবেন যে আমি দোষী কি দোষী না, আমি এতটুকুই বলব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ওমরাটা কবুল করেন। আল্লাহ সাক্ষী আমার কোনো দোষ ছিল না।’

ভিডিওর ক্যাপশনে এই চিত্রনায়িকা লেখেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিউত্তরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা।’

 

ad

পাঠকের মতামত