362347

বাংলাদেশ পাকিস্তান সিরিজের টিকেট পাওয়া যাবে যেভাবে

স্পোর্টস: বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়েই মাঠে ফিরছে দর্শক, এমন কথা শোনা গিয়েছিলো আগেই। আজ আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে জনাগেলো শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে আবার রিয়াদদের সমর্থন জাগানোর সুযোগ পাবেন দর্শকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ‘মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু। টিকিট বাকি থাকলে ম্যাচের দিনও সেখানে পাওয়া যাবে।’

এর বাইরে বিকল্প ব্যবস্থার কথা জানিয়ে বিসিবি সিইও আরও বলেন, ‘তবে প্রথম দিন সব টিকিট বিক্রি না হলে মিরপুর ইনডোরের পাশাপাশি শেরে বাংলার বাইরে বিকল্প ব্যবস্থায়ও টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ মাঠে ঠুকতে কোন বিধি-নিষেধ আছে কিনা জাননে চাইলে বিসিবির এই নির্বাহী কর্মকর্তা বলেন, ‘চেষ্টা করা হবে যারা এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার। এর বাইরে শিশুদের মাঠে যাবার বিষয়েও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

যেহেতু বাংলাদেশে ১২ বছরের নিচে টিকা দেওয়া হয়নি, তাই অভিভাবকদের সঙ্গে তাদের মাঠে আসায় কোন নিষেধাজ্ঞা থাকবে না। অর্থাৎ ১২ বছরের নিচের শিশুরা মাঠে আসতে পারবে খেলা দেখতে।

তবে পূর্ণ গ্যালারি নয়, খেলা দেখতে পারবেন পঞ্চাশ ভাগ দর্শক। এ বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘এবার দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ ভাগ আসন দর্শকদের জন্য বরাদ্দ থাকবে।’

ad

পাঠকের মতামত