নয় বছর আগে হারের প্রতিশোধ নেওয়া হলো না বাংলাদেশের
নিউজ ডেস্ক।। ওয়ানডে ক্রিকেটে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই অসাধারণ। কিন্তু টি-টোয়েন্টিতে লাল-সবুজদের চেয়ে ঢের এগিয়ে স্কটল্যান্ড। সেটা আরো একবার প্রমাণ করলো তারা। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে স্কটিশদের বিপক্ষে একবার দেখা হয় টাইগারদের। সেই সাক্ষাতে শোচনীয় পরাজয় হয় বাংলাদেশ দলের। ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ ১৬৩ রান তাড়া করে হেরেছিলো ৩৪ রানে। এবারো ওই খাতে ঘাই দিলো স্কটল্যান্ড। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ হেরে গেলো ৬ রানে।
টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ডকে। তারা ৯ উইকেট হারিয়ে ১৪০ করে। জবাবে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। সাকিব ২০, মুশফিক ৩৮ ও মাহমুদউল্লাহ ২৩ রান করেন।
স্কটিশদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে বাংলাদেশের পাফরমেন্সও পাঠকদের জন্য তুলে ধরা হলো- ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফির সেমিফাইনালে এই স্কটল্যান্ডকেই ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে এই স্কটল্যান্ডের বিপক্ষেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় বাংলাদেশ। সেবার এডিনবরায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটিশদের ২২ রানে হারায় বাংলাদেশ। ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা।