360942

কারাগারে বিয়ে করা সেই দম্পতির সংসার কেমন চলছে তার খোঁজ নিয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক।। সোনাগাজীর উত্তর চরদরবেশ গ্রামের জহিরুল ইসলাম জিয়ার সঙ্গে স্থানীয় এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিতে তাদের শারীরিক সম্পর্কও হয়। কিন্তু সেই সম্পর্ক শেষ অবধি বিয়েতে না গড়ানোয় ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়।

সেই মামলায় জামিন নিতে হাইকোর্টে আবেদন করে ওই ছেলে। উভয় পক্ষের সম্মতি থাকলে কারাগারে বিয়ে হতে পারে। আর বিয়ে হলে জামিনও বিচেনায় আসতে পারে, আদালতের এমন অভিপ্রায়ের পর তারা বিয়ে করেন। পরে বিচারপতির এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন কোর্ট থেকে জামিন পান ওই যুবক।

এ মামলায় আইনজীবী ছিলেন ফারুক আলমগীর চৌধুরী। সোমবার তিনি অন্য এক মামলায় শুনানি করছিলেন। এ সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম আইনজীবীর কাছে ওই দম্পতির খোঁজ-খবর জানতে চান। তখন ফারুক আলমগীর চৌধুরী বলেন, আমি মাঝে মধ্যেই ফোন করে তাদের খোঁজ-খবর নেই। তারা সুখে আছেন।

এ সময় আদালত বলেন, এটা নিয়ে নানা পত্রিকা নানা রকমভাবে লেখালেখি হয়েছিল। তাদের দাম্পত্য জীবনটা কেমন হয়, এটার ওপর অনেক কিছুই নির্ভর করছে। এ কারণে অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরীকে বলেছি সব সময় তাদের প্রতি খেয়াল রাখবেন।

ad

পাঠকের মতামত