360914

অনন্য রেকর্ডের হাতছানি টাইগারদের সামনে, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ (খেলাটি সরাসরি দেখুন)

নিউজ ডেস্ক।। দেশের মাটিতে তিন ফরম্যাটে প্রতিপক্ষকে হারানোর রেকর্ড থাকলেও বিদেশের মাটিতে এখন পর্যন্ত এমন কোনো জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। তবে এবার জিম্বাবুয়ের সফরে সেই সুযোগ দেখা দিয়েছে টাইগারদের সামনে। আজ রবিবার (২৫ জুলাই) শেষ টি-২০ তে জিম্বাবুয়েকে হারালেই সেই বৃত্ত পূরণ হবে।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এ নিয়ে টানা তিন ম্যাচে টস হারলো বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে দুই উইকেটে হারায় সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ২৩ রানে হেরে যায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। ফলে আজকের ম্যাচ যারা জিতবে তাদের হাতে উঠবে টি-টোয়েন্টি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে অঘোষিত ফাইনাল রবিবার

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে স্বাগতিকদের কোনো পরিবর্তন নেই।

 

ad

পাঠকের মতামত