360885

বাজারে সস্তা হয়েছে স্বর্ণ, বিশেষজ্ঞদের মতে, এটাই সোনা কেনার জন্য ভালো সময়

ডেস্ক রিপোর্ট।। আবারো ভারতের স্বর্ণের বাজারে বড় ধরণের দরপতন হলো। প্রাপ্ত তথ্যে শুক্রবারও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১০৮ টাকা কমে দাঁড়িয়েছে ৪৭,৫২৬ রুপি। বিশেষজ্ঞদের মতে, এটাই সোনা কেনার জন্য ভালো সময়। কারণ সার্বিকভাবে এখন স্বর্ণের বাজারে দরপতন দেখা যাচ্ছে। তবে এই দাম আগামী অক্টোববর-নভেম্বর নাগাদ ৫২,৫০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের মত।

শনিবারে সোনার দামের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম ৪৭ হাজার রুপি। ১০ গ্রাম ২৪ ক্যারটের সোনার দাম ৪৮ হাজার রুপি। দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৬০ রুপি। ২৪ ক্যারটের হলে ১০ গ্রাম সোনার দাম হচ্ছে প্রায় ৫১ হাজার ১২০ রুপি।

হায়দরাবাদে দাম সেই তুলনায় অনেকটা কম। ২২ ক্যারটের সোনার ১০ গ্রামের দাম ৪৪ হাজার ৭০০ রুপি। ২৪ ক্যারট হলে তা পড়ছে প্রায় ৪৮ হাজার ৭৬০ রুপি। মুম্বাইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৬০ রুপি এবং ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৮৬০ রুপি। এদিকে, চেন্নাইয়ে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫ হাজার ৬০ রুপি এবং ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজার ১৬০ রুপি। সূত্র : এবিপি।

 

ad

পাঠকের মতামত