360257

দুবাইয়ে ৪০ কোটি রুপির লটারি জয় ভারতীয় ট্যাক্সি ড্রাইভারের!

ডেস্ক রিপোর্ট।। ভারতের কেরালার রেঞ্জিথ সোমারাজন দুবাই প্রবাসী ট্যাক্সি ড্রাইভার। তিনি তেমন বেশি বেতন পেতেন না, মোটামুটি চলতো তার দিনকাল। তবে এবার পাল্টে গেল তার জীবন।

নয় বন্ধুর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ২০ মিলিয়ন দিরহামের (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি রুপি টাকার) লটারি জিতলেন। খবর গালফ নিউজ ও হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, ২০০৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আছেন রেঞ্জিথ। তিনি গত তিন বছর ধ’রে লটারির টিকিট কিনতেন। কিন্তু কখনও ভাবেননি যে তিনিই প্রথম পুরস্কার জিতবেন। বড়জোর দ্বিতীয় বা তৃতীয় পুরস্কার পাওয়ার আশায় বুক বাঁ’ধতেন।

প্রথম পুরস্কার পেয়ে রেঞ্জিথ বলেন, আমরা মোট ১০ জন থাকি। কেউ ভারত, কেউ পাকিস্তান, কেউ নেপাল, কেউ বাংলাদেশের লোক। একটি হোটেলের পার্কিংয়ে কাজ করি।

আমরা দু’টি কিনলে একটি টিকিট বিনামূল্যে পাওয়ার অফারে টিকিট কিনেছিলাম। প্রত্যেকে ১০০ দিরহাম দিয়েছিলাম। গত ২৯ জুন আমার নামে টিকিট কেনা হয়েছিল। লটারির ২০ মিলিয়ন দিরহাম ১০ জনের মধ্যে ভাগ হবে।

 

ad

পাঠকের মতামত