360287

করোনাভাইরাসে খুলনা বিভাগে রেকর্ড ৫১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।। খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে রেকর্ড ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৪৭০ জন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণে মোট মৃত্যু এক হাজার ২৬৫ আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৪ জনে।

আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, মাগুরার একজন, ঝিনাইদহের পাঁচজন, কুষ্টিয়ার ১৭ জন, চুয়াডাঙ্গার দুইজন ও মেহেরপুরের পাঁচজন রয়েছেন।

এই সময়ে আক্রান্ত হয়েছেন খুলনার ২৩৯ জন, বাগেরহাটের ১২১ জন, সাতক্ষীরার ১০২ জন, যশোরের ২৮৬ জন, নড়াইলের ৭০ জন, মাগুরার ৩৪ জন, ঝিনাইদহের ৮৬ জন, কুষ্টিয়ার ২৯২ জন, চুয়াডাঙ্গার ১৫২ জন ও মেহেরপুরে ৮৮ জন।

 

ad

পাঠকের মতামত