359952

নারীর সহায়তায় নারীকে সংঘবদ্ধধর্ষণ

নিউজ ডেস্ক।। গাজীপুরের শ্রীপুরে এক নারীর সহায়তায় গার্মেন্টস কারখানার অপারেটরকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল (২৭ জুন) বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের আনোয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ সাগর হোসেন (৩১) নামের এক ধর্ষককে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। সে রাজবাড়ী জেলার রাজবাড়ি সদরের লক্ষীনারায়নপুর গ্রামের কলিম উদ্দিন শেখের পুত্র। অপর ধর্ষক ইন্দ্রবপুর গ্রামের মৃত আ: আলীমের পুত্র বাবু (৩২), আব্দুল করিমের পুত্র নাজমুল (৩০)।

এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক বাদী হয়ে ধর্ষকসহ ধর্ষনে সহায়তার অভিযোগে ইন্দ্রবপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী আনোয়ার বেগম আনু’র নামে শ্রীপুর থানায় মামলা করেছেন।

জানা যায়, নির্যাতনের শিকার নারী উপজেলার টেপিরবাড়ি গ্রামের জসিম ডাক্তারের বাড়িতে ভাড়া থেকে নর্দান কারখানায় অপারেটর পদে চাকুরী করেন। তার স্থায়ী বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানার উত্তর কাঠিয়া বৌ বাজার এলাকায়। বাসে যাতায়াতের সময় সাগরের সাথে তাদের পরিচয় হয়।

পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হত। ২৭ জুন রোববার সাগর গার্মেন্টসকর্মীকে সাফারী পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ইন্দ্রবপুর গ্রামের আনু বেগমের বাড়িতে নিয়ে গেলে আনু বেগমের সহায়তায় সাগর ও তার সঙ্গীরা পালাক্রমে গার্মেন্টসকর্মীকে ধর্ষন করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, পোশাক শ্রমিককে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে এবং ধর্ষনের ঘটনায় সাগরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযানে পুলিশ কাজ করছে।

 

ad

পাঠকের মতামত