358457

রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল বস্তাভর্তি টাকা

নিউজ ডেস্ক।। রাস্তার পাশে পড়ে ছিল পরিত্যাক্ত বস্তা। আজ রোববার বিকেলে রাস্তা পরিষ্কারের সময় পরিচ্ছন্নতা কর্মীদের চোখে পড়লে বস্তা খুলেই তারা অবাক হন। পরিত্যাক্ত বস্তাটিতে তারা দেখতে পান অনেক টাকা।

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে পাবনা বাস স্ট্যান্ডের পাশে আজ বস্তাটি পাওয়া যায়। বস্তার ভেতরে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ৫০ টাকা অনেক নোট পাওয়া যায়। এসব টাকা গুণে মোট ১৬ হাজার ৪২০ টাকা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়া পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক পাগলি বস্তা নিয়ে ভিক্ষা করতেন। তিনি ওই বাজারের আশপাশে থাকতেন। গত তিনদিন ধরে ওই পাগলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, ‘একজন পাগলি পৌরসভা ও এর আশপাশে থাকতো। ভিক্ষা করে চলতো। মানবিক কারণে আমরা কিছু বলিনি। ধারণা করা হচ্ছে টাকাগুলো ওই পাগলির। উপস্থিত লোকজনের সামনে টাকাগুলো গণণা করে পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। ওই পাগলিকে পাওয়া গেলে টাকাগুলো ফেরত দেয়া হবে।’

 

ad

পাঠকের মতামত