358192

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের পর করোনা রোগীদের নতুন আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস

ডেস্ক রিপোর্ট।। ভারতের কেন্দ্র সরকার যখন ব্ল্যঅক ফাঙ্গাস বা মাকরমাইকোসিসকে মহামারি ঘোষণার নির্দেশ দিয়েছে, তখন শোনা যাচ্ছে, অনেক রোগীর শরীরে সাদা ফাঙ্গাস দেখা যাচ্ছে। এই ধরণের ঘটনা প্রত্যক্ষ্য হয়েছে বিহারের পাটনায়। ইন্ডিয়ান এক্সপ্রেস

পাটনার পারস হাসপাতালের রেসপারটরি মেডিসিনের প্রধান ডা. অরুনেশ কুমার জানান, দূর্বল রোগপ্রতিরোধব্যভস্থা থেকে এই ফাঙ্গাস হতে পারে। যেখানে এই ফাঙ্গাস থাকতে পারে, যেমন পানি, তার সংস্পর্শে এলেও এতে আক্রান্ত হওয়ার শঙ্কা আছে। এ কারণে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস

হোয়াইট ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের কোভিডের মতোই উপসর্গ দেখা যায়। এই ইনফেকশন ধরা পড়ে সিটি স্ক্যান বা এক্সরের মাধ্যমে। হোয়াইট ফাঙ্গাস শুধু ফুসফুসকেই নয়, শরীরের অন্য অংশ যেমন নখ, চামড়া, পাকস্থলি, কিডনি, মস্তিস্ক, গোপনাঙ্কতেও সংক্রমিত হতে পারে। দ্য হিন্দু

যেহেতু এই ফাঙ্গাস প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে, তাই কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে। এছাড়া যেসব রোগী ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদিতে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দূর্ব। তাই তাদেরও ঝুঁকি অনেক বেশি।

ad

পাঠকের মতামত