356167

পবন কল্যাণের ছবির দুদিনের আয় ৭১ কোটি

বিনোদন ডেস্ক।। তেলেগু সিনেমা ইন্ডাষ্ট্রিতে পবন কল্যাণের জনপ্রিয়তা তামিলের রজনীকান্তের মতোই। প্রেক্ষাগৃহে তার নতুন ছবি মুক্তি পাওয়া মানেই যেনে ভক্তদের ঈদের খুশি। হলের গেট বন্ধ রাখা দায় হয়ে পড়ে। টিকিট বিক্রি করতে হিমশিম খেয়ে যায় তারা।

প্রেক্ষাগৃহে এ সুপারস্টারের নতুন ছবি নেই তিন বছর হয়। ভক্তরা মুখিয়ে ছিলেন তার নতুন ছবির দিকে। এমতাবস্থায় গত ৯ এপ্রিল মুক্তি পায় পবন কল্যাণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভাকিল সাব’। মুক্তির পরই নিজের ভক্তরা জানান দিলেন পবনকে কতটা ভালোবাসেন তাকে। পবনও দেখিয়ে দিলেন ভক্তদের হতাশ করার মতো নায়ক নন তিনি।

আর প্রথম দিনেই বক্স অফিসে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে। প্রথম দিন বক্স অফিসে ৪২ কোটি সংগ্রহের পর দ্বিতীয় দিনেও শাসন জারি রেখেছে সিনেমাটি।

‘ভাকিল সাব’ আর প্রথম দিনেই বক্স অফিসে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে। প্রথম দিন বক্স অফিসে ৪২ কোটি সংগ্রহের পর দ্বিতীয় দিনেও শাসন জারি রেখেছে সিনেমাটি।

তেলেগু ভাষার দ্বিতীয় বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্টের খবর, মুক্তির দ্বিতীয় দিনে ‘ভাকিল সাব’ সংগ্রহ করেছে নেট ২৯ কোটি রুপি। সেই হিসাবে দুদিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ৭১ কোটি রুপি। আন্তর্জাতিক বক্স অফিসেও বেশ ভালো সংগ্রহ করছে এ সিনেমা।

এদিকে, ফিল্মিবিট ডটকমের খবর, পবন কল্যাণের এ সিনেমা ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে বেশি দিন লাগবে না। হিট তকমা পেতে এ সিনেমার প্রয়োজন ৮১ কোটি রুপি। বলে রাখা ভালো, ‘ভাকিল সাব’এর মুক্তি-পূর্ব ব্যবসা দাঁড়িয়েছে ৮৯.৯৫ কোটি রুপি (বিশ্বব্যাপী)।

সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম বেণু। পবন কল্যাণ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসান, প্রকাশ রাজ, নিবেথা থমাস, অঞ্জলি, অনন্য নাগাল্লা, মুকেশ ঋষি, দেব গিল, সুব্বরাজু, ভামসি কৃষ্ণ, অনসূয়া ভরদ্বাজ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এস থমন। সিনেমাটি প্রযোজনা করেছেন দিল রাজু।

 

ad

পাঠকের মতামত