355943

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা থাকবে: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক।। চলমান নিষেধাজ্ঞার মধ্যেই বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মো: রেজাউল ইসলাম সাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমও ও যথারীতি চলমান থাকবে।

এদিকে গত তিনদিন ধরে ঢাকাসহ সারাদেশের ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকান খোলার দাবিতে বিক্ষোভ করে।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে প্রথম স্বর্ণ ফেন্সিংয়ে নৌবাহিনীর ≣ [১] দুই সপ্তাহের জন্য গণপরিবহনে ৬০% ভাড়া বাড়লো, বুধবার থেকে কার্যকর, অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু, বৃহস্পতিবার থেকে কার্যকর ≣ [১] একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায় : রাষ্ট্রপতি
করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এই সময়ে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অফিস, গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল, দোকানপাট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে নিত্যপণ্যের দোকান ও জরুরি সেবার যানবাহন চলাচলের সিদ্ধান্ত রাখা হয়। কিন্তু অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধে সাধারণ মানুষের ভোগান্তির পর ৭ এপ্রিল থেকে গণপরিবহন চালু করা হয়। এবার দোকানপাট ও শপিংমলও চালু করা হলো।

 

ad

পাঠকের মতামত