355534

লকডাউন ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে, অনুমতির অপেক্ষা

নিউজ ডেস্ক: সারা দেশ লকডাউন ঘোষণার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই রবিবার সকালে লকডাউন ঘোষণা হতে পারে।

শনিবার রাতেই বৈঠকের সামারিসহ ফাইল প্রধানমন্ত্রীর পৌঁছায়। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর গণমাধ্যমকে এ তথ্য জানান।
দাবার গুঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়, তাহলে এদেশের ভবিষ্যৎ গভীর গহীন অন্ধকারে তলিয়ে যাবে
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, লকডাউন ঘোষণার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে শনিবার সকালে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে জানান, করোনা ঠেকাতে সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই বিকালে জরুরি বৈঠক ডাকেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। – কালের কণ্ঠ

 

ad

পাঠকের মতামত