355297

সুইস নারী সেনাদের আর পুরুষের অন্তর্বাস পরতে হবে না

ডেস্ক রিপোর্ট।। এতদিন সুইস নারীদের পুরুষ সেনাদের মতই অন্তর্বাস পরতে হত। আগামী এপ্রিল থেকে তারা নারীদের অন্তর্বাস পরার সুযোগ পাচ্ছেন। দেশটির সেনাবাহিনীতে আরো নারী সদস্যদের যোগদানের বিষয়টি আকৃষ্ট করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি মেইল

এজন্যে নতুন এক পাইলট প্রকল্প নেওয়া হয়েছে যা আগামী মাসে বাস্তবায়ন শুরু হচ্ছে। সুইস সেনাবাহিনীতে নারী সেনা রয়েছে মাত্র ১ শতাংশ। ইউরোপে যা সর্বনিম্ন।

বর্তমানে সুইস পুরুষ কিংবা নারী সেনাদের একই ধরনের সামরিক পোশাক পরতে হয। এতদিন নারী সেনারা পুরুষের অন্তর্বাস পরে আসছিল।

সুইস নারী প্রতিরক্ষামন্ত্রী ভিওলা আমহার্ড এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেছেন সেনাবাহিনী নারীবান্ধব হলে অবশ্যই পুরুষের অন্তর্বাস নারী সেনাদের পরা উচিত নয়।

সুইস সেনাবাহিনীর মুখপাত্র কাজ-গানার সাইভার্ট বলেন নারীদের জন্যে তাদের উপযোগী গ্রীষ্মে ছোট ও শীতে বড় আকারের অন্তর্বাস দেওয়া হবে।

২০৩০ সালের মধ্যে সুইস সেনাবাহিনীতে নারীদের সংখ্যা ১০ শতাংশে উন্নীত করা হবে। সুইস সেনাবাহিনীর নারী মেজর তামারা মোসার বলেন ২০০৪ সাল থেকে নারী সেনাদের জন্যে সেনাবাহিনী কাঠামোগত ও সাংস্কৃতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।

ad

পাঠকের মতামত