355150

রোজাদারদের জন্য নকল শরবত বানাচ্ছিলেন তারা

নিউজ ডেস্ক।। রমজান সামনে রেখে রাজধানীর চকবাজার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শরবত বানানোর উপকরণ ও পানীয় জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এধরণের কোমল পানীয় স্বাস্থ্যঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য বিশেষজ্ঞরা। এছাড়া জব্দ করা হয়েছে নকল কসমেটিকস। ভেজাল পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রমজান মাসে সারাদিন রোযা রাখার পর তৃষ্ণা নিবারণে শরবতের ওপর নির্ভর করেন অনেক রোজাদার। সেই শরবতের উপকরণ ও পানীয় নিয়েও অসাধু ব্যবসায়ীদের তৎপরতার শেষ নেই।

মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর বেগমবাজারের মেসার্স দিদার অ্যান্ড ব্রাদার্সে র‌্যাবের অভিযানে মিলে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল শরবত বানানোর উপকরণ। একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩৫শ’ বোতল উদ্ধার করা হয়।

একই সময় রাজধানীর মৌলভীবাজারে অভিযান চালিয়ে জব্দ করে ১৩ হাজার বোতল কোমল পানীয়। ইংল্যান্ডের পিউর হ্যাভেন, ফ্রান্সের হোলস্টেন, পর্তুগালের মোসি ক্লাসিক ও স্পেনে ইস্টেরেলা। প্রতিটি বোতলের গায়ে লেভেলের উপর আরেকটি লেভেল লাগিয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বাজারজাত করে অসাধু ব্যবসায়ীরা।

এধরণের অপরাধের দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতের জন্যও সতর্ক করা হয়।

একই দিন পুরান ঢাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ক্রিম।

ad

পাঠকের মতামত