354946

বিশ্বের সবচেয়ে সুখী ফিনল্যান্ডের নাগরিকরা, বাংলাদেশের স্কোর ৬৮: জরিপ গবেষণা

ডেস্ক রিপোর্ট।। জাতিসংঘের অর্থায়নে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি শনিবার প্রকাশিত হলেও ২০২০ সালের সময় বিবেচনা করে এ রিপোর্ট তৈরি করা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, ২য় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ৩য় সুইজারল্যান্ড, ৪র্থ আইসল্যান্ড এবং ৫ম নেদারল্যান্ডস। এরপরেই রয়েছে, নরওয়ে, সুইডেন, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড এবং অস্ট্রিয়া।

বাংলাদেশ র‌্যাংকিংয়ে ছয় ধাপ উন্নতি করেছে। আগে এ জরিপে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭। ভারতীয়দের চেয়েও সুখী বাংলাদেশিরা। ভারত এবারের জরিপে ১৩৯তম অবস্থানে রয়েছে। স্কোরের হিসেবে এ তালিকায় বাংলাদেশ তার প্রাপ্ত স্কোর অনুযায়ী তালিকার ৬৮ নম্বরে স্থান পেয়েছে। আগে ছিল ৭৭ নাম্বারে। প্রতিবেশী ভারতের অবস্থান ৯২। চীন ৯৪ তম থেকে ৮৪ তম স্থানে উঠে এসেছে।

এশিয়ায় শ্রীলংকা ও চীনের মানুষের চেয়েও সুখী বাংলাদেশীরা এ কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর সবচেয়ে অসুখী হচ্ছেন আফগানিস্তানের নাগরিকরা। পর পর চার বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড।

 

 

 

ad

পাঠকের মতামত