354770

মিয়ানমারে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও অন্তত ২১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।। মিয়ানমারে সামরিক জান্তা সরকার বিরোধী চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়েই চলছে।

রোববার দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণে মারা গেছে অন্তত আরো ২১ জন। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা লাঠি ও ছুরি ব্যবহারের জন্য তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। বিবিসি

এদিকে সেখানে সম্প্রতি গড়ে ওঠা বেসামরিক সরকার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন যে, সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। তারা নিজেদের মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেছেন। রয়টার্স

প্রত্যক্ষদর্শী এবং বেশ কিছু স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়াঙ্গুন শহরের কাছাকাছি বাগো শহরে এক তরুণ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।কাচিন ওয়েভের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, হাকান্ত শহরে আরও এক বিক্ষোভকারী নিহত হয়েছে।

সে বিক্ষোভ থামাতে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে ৯৫ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভ থেকে ২১শ’র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার জনতার উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে মান উয়িন খাইং থান ক্ষমতাসীন জান্তার পতন ঘটাতে ‘বিপ্লব’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন

 

ad

পাঠকের মতামত