354495

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি

নিউজ ডেস্ক।। এবার ভারত থেকে আমদানি হয়েছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাবারের পর সেই বিচিগুলো ফেলে দেয় বিভিন্ন জায়গায়।

দেশের যার কোনো মূল্য নেই, সেই তেঁতুল বিচি প্রথমবারের মত ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

শনিবার বিকেলে ভারত থেকে চট্টগ্রামের উজ্জল শাহ নামের এক আমদানিকারকের তেঁতুল বিচি বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পর পরেই আরও দুটি তেঁতুল বিচি বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে।

তেঁতুল বিচি আমদানির বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার সাংবাদিকদের জানান, দেশে কোয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারের দাম ভালো রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়েছে। উৎস: বিডি প্রতিদিন

 

ad

পাঠকের মতামত