353721

কোরিয়া- উদ্ভাবনে কেন এক নম্বর

ডেস্ক রিপোর্ট : ব্লুমবার্গের ইনডেক্সে জার্মানিকে ডিঙ্গিয়ে আবারও ১ নম্বর হয়েছে দক্ষিণ কোরিয়া। ওরা কেন এগিয়ে সেটা আমরা কিছুটা জানি। আজ বসে বসে একটা আর্টিকেল পড়লাম যেখানে ওদের এই উত্থানের একটা সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। জেনে লাভ কী যে-

১. ১৯৬১ থেকে ১৯৭৯ পর্যন্ত ওরা কৃষি থেকে শ্রমঘন শিল্প যেমন গার্মেন্টস ও টেক্সটাইলে জোর দেওয়া। তারপর টেকনোলোজি বেজড-এ এগিয়েছে।

২. ১৯৬২ সালের পঞ্চবার্ষিক পরিকল্পনায় গবেষণা ও উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু।

৩. ১৯৬৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং KIST প্রতিস্ঠা

৪. ১৯৭১ সালে KAIST এর প্রতিষ্ঠা।

৫. ১৯৩৪ সালে গ্রোসারির দোকান হিসাবে স্যামসাঙের যাত্রা শুরু হয়ে সেটা ক্রমশ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে ঢুকে পড়েছে।
৬. জিডিপির ৪.৫% ওরা নাকি গবেষণায় খরচ করে।

৭. শিল্প ও একাডেমিয়ার স্ট্রং বন্ধন। ২০১৫ সালে স্যামসাঙের বিজ্ঞানীদের সঙ্গে ইউনিভার্সিটির জয়েন্ট পেপার আছে মাত্র ৩৫০+

৮. ১৯৯৫ সালে ১৫০ কোটি ডলার খরচ করে দেশ জুড়ে ব্রডব্র্যান্ড নেটওয়ার্ক স্থাপন শুর করে সেটা সম্পন্ন করেছে। এখন ওদের মনে হয় ৯৮% বাসায় ফাইবার কানেকটিভিটি আছে। (ব্রডব্যান্ড প্রজেক্ট করেছেন ১৯৯৫ সালে!!! )
থাকগে। এসব পড়ে কী লাভ! Munir Hasan

ad

পাঠকের মতামত