352719

১৬-১৮ বছরের শিক্ষার্থীদের টিকা দিচ্ছে ইসরায়েল

পরীক্ষার টেবিলে বসানোর উদ্দেশ্যে ১৬ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে ইসরায়েলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছরের ১৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৯০ লাখের বেশি মানুষ সে দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছে। তাদের বেশিরভাগকে দেওয়া হয়েছে ফাইজারের টিকার প্রথম ডোজ।

বয়স্কদের আগে টিকা দেওয়া শুরু হয়েছে সে দেশে। এছাড়া যারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছেন, তাদেরও টিকা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে যাদের বয়স ৪০ বছর কিংবা তার ঊর্ধ্বে, তারা করোনার টিকা নিতে পারবেন।

ইসরায়েলের প্রত্যাশা, এ বছরের ফেব্রুয়ারিতে তাদের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় চলে আসবে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরীক্ষার টেবিলে শিক্ষার্থীদের বসানোর জন্য ১৬ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের টিকা দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের অনুমতি নিয়েই টিকা দেওয়া হচ্ছে।

 

ad

পাঠকের মতামত