352234

‘করোনার টিকা নেওয়ার পর নিজেকে ‘৬২ নয় ৪২ বছরের’ মনে হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী মোদী ও বিজেপিকে বিঁধে বিজ্ঞানীদের জয়গান করলেন রাজ্য়ের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

একইসঙ্গে কোভিডের টিকা শরীরে যাওয়ার পর নিজেকে ‘৬২ নয় ৪২ বছরের’ মনে হচ্ছে, এমনটাই জানালেন আপ্লুত ফিরহাদ।

আজ দেশজুড়ে চলছে গণটিকাকরণ। SSKM হাসপাতালের কর্মী রাজা চৌধুরীকে প্রথম করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। তাঁর টিকাকরণের পর এদিন রাজ্য়ের পুরমন্ত্রী তথা কলকাতার পুরপ্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানান, মুখ্য়মন্ত্রী সকাল থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

তিনি রাজ্য়জুড়ে এই টিকাকরণ প্রক্রিয়ার তদারকি করছেন। এক বছর পর আজ মুক্তির দিন। সাধারণ মানুষকে ভ্য়াকসিন নেওয়ার জন্য় আবেদন জানিয়ে এদিন ফিরহাদ হাকিম জানান,’আমার শরীরে ভ্য়াকসিন যাওয়ার পর নিজেকে অনেক তরুণ লাগছে। আমি সম্পূর্ণ সুস্থ।’ ভ্য়াকসিন নেওয়ার পর ফিরহাদ হাকিমের দেহে অ্য়ান্টিবডি তৈরি হয়েছে কিনা তা জানতে তাঁর দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য় পাঠানো হয়েছে মুম্বই-এ। প্রসঙ্গত, কোভ্য়াক্সিনের ট্রায়ালে স্বেচ্ছাসেবক ছিলেন ফিরহাদ হাকিম।

এদিকে, কোভিডে টিকাতেও লেগেছে রাজনীতির রং। টিকা তৈরির ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য হিসেবে তুলে ধরছেন BJP নেতাদের একাংশ। স্বভাবতই তাতে নাখুশ ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, ‘এই ভ্য়াকসিন মোদীর নয়। বিজেপির নয়। এই ভ্য়াকসিন দেশবাসীর। এই ভ্য়াকসিন তৈরির অবদান সম্পূর্ণ বিজ্ঞানীদের। কেন্দ্রে একাধিক সরকার এসেছে, কিন্তু এই বিজ্ঞানীরা ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁদের অবদান দেশবাসী ভুলবে না। আমরা আমাদের দেশের বিজ্ঞানীদের নিয়ে গর্ব করি। এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।’

আজ চেতলার পুরপ্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে পুরসভার প্রথম সারির করোনাযোদ্ধাদের টিকা দেওয়া হয়। এদিন টিকাকরণের সময় সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম নিজে। এদিন তিনি বলেন, ‘এতদিন পরিজনের কথা ভেবে সবসময় আতঙ্কের মধ্য়ে থাকতে হতো। কিন্তু টিকা নেওয়ার পর এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে।’ এর রেশ ধরে তিনি জানিয়েছেন, প্রথমে টিকা দেওয়া হবে স্বাস্থ্য়কর্মীদের। পরে ধাপে ধাপে পুলিশ, সাফাইকর্মী এবং ষাটোর্দ্ধদের কাছে পৌঁছে দেওয়া হবে টিকা। আজ পুরসভার পাঁচটি স্বাস্থ্য়কেন্দ্রে চলছে টিকাকরণের কাজ।-এই সময়

 

ad

পাঠকের মতামত