351077

৪৬ হাজার প্রবাসী নারী কর্মী দেশে ফিরেছেন শূন্য হাতে

প্রবাস ডেস্ক।। করোনা মহামারিতে দেশে ফিরেছেন প্রায় ৪৬ হাজার প্রবাসী নারী কর্মী। এসব নারী কর্মীর মধ্যে কেউ নির্যাতিত হয়ে, কেউ করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে ফিরে এসেছেন দেশে।

যার ফলে এই নারীরা দেশে ফিরে এসেছেন শূন্য হাতে। আর্থিক ও মানসিক চাপে ভেঙে পড়া এই নারীরা এখনো জানেন না, তাদের পুনর্বাসন কীভাবে হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শুধু সৌদি আরব থেকেই ফেরত এসেছেন ২০ হাজার ২৩৮ জন নারী। আরব আমিরাত থেকে ফিরেছেন ১০ হাজার ৪৬১ জন। কাতার থেকে ৪ হাজার ৩২৮ জন, লেবাবন থেকে ২ হাজার ৮০৩ জন ও জর্ডান থেকে এক হাজার ৮৭৬ জন ফিরে এসেছেন।

বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র গণমাধ্যমকে জানান, প্রবাসে যারা গৃহকর্মীর কাজ করেন তাদের ওপর করোনাকালে কাজের চাপ ও নির্যাতন অনেক বেড়েছে। অনেকে খাবার পাননি। অনেকে কাজ হারিয়েছেন।

নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম গণমাধ্যমকে জানান, বিদেশে যাওয়া নারীদের একটা বড় অংশ তালাক পেয়েছেন। দেশে ফিরেও তারা এখন আর কোনো কাজ পাচ্ছেন না। এসব নারীকে পুনর্বাসনের জন্য সরকার বিশেষ ঋণ চালু করেছে।

বিদেশ থেকে ফেরত আসা নারীরা ভুগছেন মানসিক সমস্যাতেও। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি থেকে জানা যায়, দুই বছরে মানসিকভাবে অসুস্থ হওয়া ৬৩ জন নারীকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে সংস্থাটি। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত