350647

শাকিব খানকে ছাড়িয়ে গেছেন অপু বিশ্বাস

ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৬ সালে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবার পর্দায় আসেন অপু বিশ্বাস। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় দেখা গিয়েছিল তাদের। সর্বশেষ ২০১৮ সালে আবদুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ সিনেমা মুক্তি পেয়েছিল এ জুটির।

অপু বিশ্বাস বিশ্বাস শাকিব খানের সহকর্মীই ছিলেন না, ছিলেন সহধর্মিণীও। পরে জল ঘোলা করে আলাদা হয়ে গেছেন তারা। তারপরও এ জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

নতুন খবর হলো- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হয়েছেন শাকিব খান। গঠন করেছেন নিজের ডিজিটাল টিম। ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিলেন তিনি কিন্তু টিকতে পারেননি ভুয়া শাকিব খানের কাছে। রিপোর্ট করে শাকিব খানের আসল আইডি ডিজেবল করে দিয়েছে ভুয়া শাকিব খান। ইনস্টাগ্রাম আইডি উদ্ধারের চেষ্টা করছে ঢালিউড ভাইজানের ডিজিটাল। এরই মধ্যে নিজের নামে নতুন আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছেন শাকিব খান। তার খুঁটিনাটি বিভিন্ন বিষয় নাকি থাকবে এ চ্যানেলে। ওদিকে ফেসবুক পেজে শাকিব খান বেশ সরব। অ্যাডমিনদের মাধ্যমে বিভিন্ন পোস্ট করেন তিনি।

ওদিকে ইনস্টাগ্রামে বেশ সরব অপু বিশ্বাস। ইউটিউব চ্যানেলেও রয়েছে তার। ফেসবুকেও আছে এ নায়িকা। কিন্তু তার ব্যক্তিগত আইডি সম্প্রতি ডিজেবল করে দিয়েছে দুষ্টু নেটিজেনরা। বিশেষজ্ঞ দিয়ে আইডি উদ্ধারের চেষ্টা করছেন অপু বিশ্বাস। আপাতত বাধ্য হয়ে নিজের ফেসবুক পেজেই সরব থাকছেন ঢালিউড কুইনখ্যাত এ অভিনেত্রী।

ফেসবুকে শাকিব খানকে ছাড়িয়ে গেছেন অপু বিশ্বাস। এমনটাই দেখা গেছে তাদের ফেসবুক পেজ ঘুরে। সোমবার (২১ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খানের ফেসবুক পেজে লাইক দেখা গেছে ৩০ লাখ ৭৯ হাজারের বেশি। অন্যদিকে, অপু বিশ্বাসের লাইক দেখা গেছে ৩১ লাখ ২৫ হাজারে বেশি।

এদিকে ফেসবুকে পেজে লাইক সংখ্যা সবচেয়ে পরীমনির। ৮৯ লাখ ৮৮ হাজারে বেশি লাইক রয়েছে তার ভেরিফায়েড পেজে। সর্বোচ্চ লাইক নিয়ে দেশের সেরা দশ ডিজিটাল তারকার প্রথমে আছেন তিনি। আর ২৭ লাখ ২২ হাজার লাইক নিয়ে দেশের সেরা দশ ডিজিটাল তারকার শেষে আছেন বিদ্যা সিনহা মিম।

ad

পাঠকের মতামত