350490

রিং পরাতে হয়নি, ওষুধ খেয়ে সুস্থ ডিপজল

বিনোদন প্রতিবেদক || ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে গত ১৭ ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি।

ডিপজলের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। দুবাইয়ের একটি হাসপাতাল থেকে বলা হয়েছিল রিং পরাতে হবে। অন্য দুটি হাসপাতাল থেকে জানানো হয়, শুধু ওষুধ খেলেই সুস্থ হয়ে উঠবেন তিনি। এ নিয়ে দ্বিধায় পড়েন বাংলা চলচ্চিত্রের এই খল-অভিনেতা।

এ প্রসঙ্গে ডিপজল রাইজিংবিডিকে বলেন, ‘দুবাইয়ে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে হবে। পরে আরো দুটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেই। তারা বলেছেন, ওষুধ খেলেই হবে। তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে এখন অনেকটাই সুস্থ বোধ করছি।’

চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক এবং ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল-অভিনেতা হিসেবেই তিনি অধিক পরিচিত। তবে বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে ডিপজলকে। করোনা মহামারির শুরু থেকেই তিনি নানাভাবে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

ad

পাঠকের মতামত