350504

বিপাকে মমতা ব্যানার্জী, শুভেন্দুর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্ধশত শীর্ষনেতা

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ধরণের ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। শনিবার মেদিনীপুরে জনসভায় মমতার এক সময়ের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় অর্ধশত তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। যদিও তৃণমূল বলছে, নেতাদের দল ছাড়ার বিষয়ে তারা চিন্তিত নয়।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নারদা-সারদা অর্থনৈতিক কেলেঙ্কারি তথ্য ফাঁস হয়ে যাওয়ায়, বেশ খানিকটা বেকায়দায় পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জী। যদিও সেই ভোটে ভালোভাবেই উতরে গিয়েছিলেন তিনি। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মমতা।

বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা নাম লেখালেন রাজ্যের বিরোধী দল বিজেপিতে। শনিবার মেদিনীপুরে এক জনসভায় অমিত শাহ’র হাত থেকে বিজেপির পতাকা নিয়ে মমতা এবং তার দলের শীর্ষ নেতাদের আক্রমণ করে বক্তব্য দেন নন্দিগ্রামের গণআন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু।

সদ্য তৃণমূল ত্যাগী নেতা শুভেন্দু অধিকারী বলেন, যাদের জন্য ২১ বছর করেছি, যাদের জন্য গ্রামে গ্রামে ঘুরেছি তারা আমার খোঁজ নেয়নি। শুভেন্দু মাতব্বরি করতে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেনি। শনিবার শুভেন্দু’র হাত ধরে ৯ জন বিধায়ক, ২ জন সংসদ সদস্য, জেলা পরিষদ সভাপতি ছাড়াও প্রায় অর্ধশত শীর্ষ নেতা মমতার দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

ad

পাঠকের মতামত