350308

‘সব বৈদ্যুতিক তার যাবে মাটির নিচে’

আগামী তিন বছরের মধ্যে রাজধানীর সব বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া হবে। আর এ কাজ আগামী (২০২১ সাল) বছর শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় রিহ্যাবের ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিলের সামনে ডিপিডিসির সাবস্টেশনের ওপর পাঁচতারকা হোটেল নির্মাণ করা হবে। শিগগির সে কাজও শুরু হবে।

প্রতিমন্ত্রী আরো জানান,২০২১ সালের জুনের মধ্যে দেশের সব হাওর-বাঁওড় এমনকি চর এলাকায়ও বিদুৎ পৌঁছে দেওয়া হবে। শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আসবে বলেও জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

এ সময় বাসাবাড়িতে এলপিজি গ্যাস ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে নসরুল হামিদ বলেন, বাসাবাড়িতে প্রতি মাসে দুই চুলায় যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয়, তা শিল্পে ব্যবহৃত হলে ১৫০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ সময় রাজউকের আইনকানুন মেনে ভবন তৈরি করতে রিহ্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ad

পাঠকের মতামত