350286

ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। করোনা আক্রান্ত হয়ে তিনি সাত দিনের জন্য আইসোলেশনে থাকবেন। এ ছাড়া তিনি আগামীর সকল ভ্রমণ বাতিল করেছেন, যার মধ্যে লেবানন সফরও রয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয় মাখোঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর মাখোঁ পরীক্ষা করান। এরপরই তিনি সাত দিনের জন্য আইসোলেশনে যান। পরে আজ বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে আরও জানানো হয়, মাখোঁ দূরত্ব বজায় রেখে তার কাজ চালিয়ে যাবেন। তবে তিনি করোনামুক্ত হওয়ার আগ পর্যন্ত তার সকল সফর বাতিল করেছেন, এর মধ্যে পূর্ব নির্ধারিত লেবানন সফরও রয়েছে।

যারা যারা ফরাসি প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছেন তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।

করোনাভাইরাসে ফ্রান্সে এ পর্যন্ত ২৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে দেশটির ৫৯ হাজার জন মারা গেছেন।

ad

পাঠকের মতামত