350043

যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রে শুরু হলো টিকাদান কর্মসূচী। নিউইয়র্কের লং আইল্যান্ডে আইসিইউতে কাজ করা নার্সকে প্রয়োগের মাধ্যমে শুরু হয় এ টিকাদান। আমেরিকার ইতিহাসে সবচে বড় টিকাদান অভিযান হতে যাচ্ছে এটি।

এ সপ্তাহের মধ্যেই ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত টিকাটি ৫০টি রাজ্যেই প্রয়োগ শুরু সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিকাদান শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও। চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকাটির তৃতীয় ধাপের ট্রায়ালও হয় দেশটিতে। আর ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর।

এদিকে শীত বাড়ার পাশাপাশি বিধিনিষেধ কঠোর করছে জার্মানি, নেদারল্যান্ডস, ইংল্যান্ডসহ ইউরোপের দেশগুলো।

ad

পাঠকের মতামত