350085

ভারতে ‘লাভ জিহাদ’ আইনে নও মুসলিম নারী গ্রেপ্তার, গর্ভপাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বিতর্কিত ‘লাভ জিহাদ’ আইনে একজন নারীকে আটক করার ঘটনা ঘটেছে। আটক হওয়ার পর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ওই নারীর গর্ভপাত ঘটেছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে। ভারতের বিতর্কিত ‘লাভ জিহাদ’ আইনে নারী হিসেবে তিনিই প্রথম আটক হয়েছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী মুসকান জাহান ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহর থেকে গ্রেপ্তার হন। তার স্বামী রশিদকে গ্রেপ্তারের পর অজানা কোনো জায়গায় রাখা হয়েছে। মুসকানকে হিন্দু ধর্ম থেকে মুসলমান করার পর বিয়ে করার অভিযোগে রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার মুসকান তার শাশুড়িকে ফোন করে জানিয়েছেন, তার রক্তপাত হয়েছে এবং তিনি সন্তান হারিয়ে ফেলেছেন।

মুসকানের শাশুড়ির দাবি, তিন মাসের গর্ভবতী ছেলের বউকে আটক কেন্দ্রের কর্মীরা ইনজেকশন দিয়েছে মনে করি। হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে সে মুসলমান হওয়ার কারণে তারা এমনটা করেছে। ওই নারী আরো বলেন, পৃথিবীতে আসার আগেই নিষ্ঠুর পৃথিবী শিশুটিকে বিদায় করে দিয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

ad

পাঠকের মতামত