350135

আসামে বন্ধ করে দেয়া হচ্ছে ৬১০ মাদরাসা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে সরকার পরিচালিত সব মাদরাসা ও সংস্কৃত স্কুল (টোল) বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার।

আসাম সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারি জানান, রাজ্যের বিধানসভায় আসন্ন শীতকালীন অধিবেশন চলাকালে এ সংক্রান্ত একটি বিল উপস্থাপন করা হবে।

রোববার তিনি আসামের রাজধানী গৌহাটিতে বলেন, মাদারাসা ও সংস্কৃত স্কুল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে। বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল পেশ করা হবে।

আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সকল মাদরাসা ও সংস্কৃত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

ad

পাঠকের মতামত